সল্টলেকে ১৪৪

সল্টলেকে ১৪৪

সল্টলেকে ১৪৪সল্টলেকে জারি হল একশো চুয়াল্লিশ ধারা। বিধাননগরের মহকুমাশাসক জানিয়েছেন পূর্তভবন থেকে লালকুঠি মোড় এবং ময়ূখভবন থেকে সেচভবন পর্যন্ত এলাকায় সোমবার থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় কোনও মিটিং-মিছিল করা যাবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই দুই এলাকায় বেশ কয়েকটি সরকারি অফিস রয়েছে। সরকারি কাজে ব্যাঘাত যাতে না হয় তা নিশ্চিত করতেই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে।

আগামী একমাস এই নিয়ম বলবত্ থাকবে। প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন   সিপিআইএম নেতা অমিতাভ নন্দী। তিনি জানিয়েছেন, সরকারের বিভিন্ন কাজে সরকারি কর্মী, ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাঁরা যাতে সরকারি দফতরগুলিতে গিয়ে প্রতিবাদ জানাতে না পারেন সেকারণেই একশো চুয়াল্লিশ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্ত গণতন্ত্রকে সঙ্কুচিত করবে বলেও জানিয়েছেন তিনি।

First Published: Tuesday, December 27, 2011, 00:09


comments powered by Disqus