Last Updated: November 12, 2011 18:36

সল্টলেকে সম্পত্তি কর নিয়ে পুরসভা ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাজিয়া তুঙ্গে উঠল। পুরনো মামলা নিষ্পত্তি না করে বকেয়া কর আদায় ও নতুন কর কাঠামো পুনর্বিন্যাসের বিরোধিতা করছে অ্যাসোসিয়েশন।শনিবার সাংবাদিক বৈঠক ডেকে তাঁদের আপত্তির কথা জানিয়ে দেন সংগঠনের কর্তারা। তাঁদের অভিযোগ, পুরসভার কর আদায়ের প্রক্রিয়া আইনসম্মত নয়। সম্প্রতি কর আদায়ের লক্ষ্যে `সেলফ অ্যাসেসমেন্ট` চালু করে নতুন কর কাঠামো শুরু করতে চাইছে সল্টলেক পুরসভা। আর এতেই বেঁকে বসেছেন ওয়েলফেয়ার সংগঠনের সদস্যরা। তাঁদের বক্তব্য পুরসভা কোনও অভ্যন্তরীণ কারণে করের বিল পাঠাতে পারছে না, উল্টে সংগঠনের বিরুদ্ধেই সল্টলেকের উন্নয়নের কাজ আটকে দেওয়ার মিথ্যে অভিযোগ আনছে পুরসভা।
First Published: Sunday, November 13, 2011, 12:05