Last Updated: April 30, 2012 09:53

বড়সড় ডাকাতির ঘটনা ঘটল সল্টলেকের এডি ব্লকে। রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ ছয় সশস্ত্র দুষ্কৃতী বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে অবাধে লুঠপাট চালায়। দুষ্কৃতিদলে এক মহিলা ছিল বলেও জানা গিয়েছে। আলমারির লকার ভেঙে গয়না-সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাতদলটি।
গৃহকত্রী চিত্কার করলেও আশপাশের বাড়ি থেকে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ। বাধা দিতে গেলে গৃহকর্তাকে মাথায় চপার দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে পূর্ব বিধাননগর থানার পুলিস।
First Published: Monday, April 30, 2012, 10:10