Last Updated: April 13, 2014 22:29
ছুটির রবিবারে সল্টলেক তেতে উঠল ভোটের হাওয়ায়। সকাল থেকেই প্রচারে নেমে পড়লেন প্রার্থীরা। ডান-বাম সব প্রার্থীই এলাকা চষে বেড়ালেন। কেউ ঘুরলেন বাজারে তো কেউ হানা দিলেন পার্কে।
রবিবার সকালেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সল্টলেকে প্রচার সারলেন বারাসাত কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী মোর্তাজা হোসেন। প্রচারে তাঁর মূল ইস্যু নারী নির্যাতন। প্রচারে পিছিয়ে নেই বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে সঙ্গে নিয়ে এদিন সল্টলেকের বিভিন্ন ব্লকে প্রচার চালান তিনি। হুড খোলা জিপে রোড শো করেন তিনি।
সকাল সকাল সস্ত্রীক প্রচার সারলেন বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী পিসি সরকারও। তবে কোনও পাড়া বা এলাকা নয়। প্রচারের জন্য বাছা হল পার্ক। সেন্ট্রাল পার্কে গিয়ে তিনি কথা বললেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে।
রবিবাসরীয় প্রচারের তালিকায় পিছিয়ে নেই কংগ্রেসও। দলীয় কর্মি সমর্থকদের নিয়ে সল্টলেকের বিভিন্ন বাজারে প্রচার সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল।
First Published: Sunday, April 13, 2014, 22:29