Samajwadi party will fight against Sonia-Rahul

রাহুল সনিয়ার বিরুদ্ধে এখনই প্রার্থী দিচ্ছে না সমাজবাদী পার্টি

রাহুল সনিয়ার বিরুদ্ধে এখনই প্রার্থী দিচ্ছে না সমাজবাদী পার্টি রাহুল এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এখনই প্রার্থী দিচ্ছে না সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশের আশিটির মধ্যে এখন পর্যন্ত আটাত্তরটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে মুলায়ম সিংয়ের দল। কিন্তু সেই তালিকা থেকে বাদ গিয়েছে আমেঠি ও রায়বরেলি। দুহাজার নয়ের নির্বাচনেও ওই দুই কেন্দ্রে প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি।

এখনই কংগ্রেস সভানেত্রী বা সহসভাপতির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে যাচ্ছেন না মুলায়ম সিং যাদব। রাহুলের নির্বাচনী কেন্দ্র আমেঠি বা সোনিয়ার রায়বরেলি কোথাওই দলের প্রার্থীদের নাম ঘোষণা করেনি সমাজবাদী পার্টি। এখন পর্যন্ত উত্তর প্রদেশে আশিটির মধ্যে আটাত্তরটি আসনে প্রার্থী দিয়েছে মুলায়ম সিং যাদবের দল। গত লোকসভা ভোটেও রাহুল বা সোনিয়া কারওর বিরুদ্ধে প্রার্থী দেননি তাঁরা। সৌজন্যতা বজায় রেখেছিল কংগ্রেসও। কনৌজ কেন্দ্রে অখিলেশের স্ত্রী ডিম্পলের বিরুদ্ধে প্রার্থী দেয়নি তারা।

এবার ভোটেও সম্ভবত সৌজন্যের সেই ধারা বজায় রাখতে চাইছে সমাজবাদী পার্টি। অন্তত সোমবার এক সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছেন অখিলেশ।

যদিও নির্বাচনের পরে তাঁরা কংগ্রেসকেই সমর্থন করছেন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর জবাব অনেক দলই লোকসভা নির্বাচনে সমাজবাদী দলের সমর্থন চাইছে। তবে তাঁদের এই মূহূর্তে একমাত্র লক্ষ আরও বেশি আসনে জয় পাওয়া। বামেদের নেতৃত্বাধীন তৃতীয় ফ্রন্টে শরিক হয়েছেন মুলায়ম সিং যাদব। তার পরেও আমেথি, রায় বরেলিতে প্রার্থী না দেওয়া কি শুধুই রাজনৈতির সৌজন্য। নাকি ভোটের পরে কংগ্রেসের পাশে থাকার বার্তাই দিচ্ছেন মুলায়ম, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

First Published: Tuesday, March 11, 2014, 22:16


comments powered by Disqus