Last Updated: October 22, 2012 18:00

শহরে ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকা কার্লোস দুঙ্গা। অষ্টমীর দিন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের ক্লাব অগ্রদুত উদয়ন সঙ্ঘে উপস্থিত ছিলেন ব্রাজিলের এই বিশ্বকাপার। ঢাক বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। দুঙ্গাকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। ধুতিপাঞ্জামি পরে পুরোপুরি বাঙালিয়ানা সাজে দেখা গেল দুঙ্গাকে। মঞ্চে উঠে ঢাক বাজান তিনি। এমনকী গানের তালে-তালে কোমরও দোলান ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক এবং কোচ। এরপর দুঙ্গাকে উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মানিত করেন ক্রীড়ামন্ত্রী। তাঁর হাতে একটি মা দূর্গার প্রতিমাও তুলে দেন মদন মিত্র।
First Published: Monday, October 22, 2012, 18:00