Last Updated: February 18, 2013 21:04

ভারত জয়ে বেড়িয়ে প্রথম দিনেই উদার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মুম্বইতে জানিয়ে দিলেন ভারতীয় বিনিয়োগকারীদের বিলেত যাত্রায় ভিসা পাওয়া যাবে একদিনেই। শুধু তাই নয় ব্রিটেনে পড়তে যাওয়া ছাত্র ছাত্রীদের উপর কোনও ঊর্ধ্বসীমা থাকবে না।
এ দিন তিনি বলেন, "ভারত থেকে সব থেকে বেশি ব্রিটিশ ভিসা সংক্রান্ত কাজ হয়। আমি ঘোষণা করছি যাঁরা ব্রিটেনে বিনিয়োগে ইচ্ছুক তাঁদের একদিনের মধ্যে ভিসা দেওয়া হবে।"
২০০৮-এর বিশ্বজুড়ে আর্থিক মন্দার পর থেকেই ব্রিটেন অভিবাসন নীতি নিয়ে কঠোর হয়। সে দেশের হোম সেক্রেটারি টেরেসা মে-ও একাধিকবার স্টুডেন্ট ভিসার উপর উর্ধ্বসীমা আরোপের পক্ষে সওয়াল করেন। তবে ভারত থেকে পড়তে যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের সংখ্যার উপর কোনও উর্ধ্বসীমা আরোপ করা হবে না বলেই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এ পর্যন্ত সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে আজই ভারতে পৌঁছিয়েছেন ডেভিড ক্যামরন।
First Published: Monday, February 18, 2013, 21:04