রেজ্জাকের বাড়িতে গিয়ে নৈতিক সমর্থনের আশ্বাস পেলেন সমীর আইচ

রেজ্জাকের বাড়িতে গিয়ে নৈতিক সমর্থনের আশ্বাস পেলেন সমীর আইচ

রেজ্জাকের বাড়িতে গিয়ে নৈতিক সমর্থনের আশ্বাস পেলেন সমীর আইচশিল্পী মানুষ হয়ে অনেক রঙ নিয়েই খেলেছেন। তবে রাজনৈতিক মাঠে নামার আগে হোলির দিনে একটু অন্যরকম রঙ খেললেন সমীর আইচ। তাই প্রার্থী হিসেবে নাম ঘোষণা না হলেও সম্ভাব্য কংগ্রেস প্রার্থী সমীর আইচ সোমবার সাতসকালে পৌঁছিয়ে গেলেন রেজ্জাক মোল্লার বাড়ি। তবে রাজনৈতিক কোনও সমর্থন নয়, শুধুমাত্র নৈতিক সমর্থন পেতে রেজ্জাক সাহেবের বাড়ি যাওয়া তাঁর। তিনি হতে পারেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী।

এলাকার রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে তিনি দ্বারস্থ হলেন রেজ্জাক মোল্লার। সোমবার বহিষ্কৃত এই সিপিআইএম নেতার তিলজলার বাড়িতে যান সমীরবাবু। ভাঙড় সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় রেজ্জার মোল্লার এখনও প্রভাব রয়েছে। রাজনৈতিক মহলের মত, তাঁর জনভিত্তিকে কাজে লাগাতেই সম্ভবত সমীর আইচ রেজ্জাক মোল্লার কাছে গিয়েছিলেন। তবে সমীর আইচের হয়ে প্রচারে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা এদিনই সরাসরি খারিজ করে দিয়েছেন রেজ্জাক মোল্লা। তিনি জানিয়েছেন, সমীরবাবুকে নৈতিক সমর্থন করলেও রাজনৈতিক প্রচারে তিনি নামবেন না।

First Published: Monday, March 17, 2014, 12:01


comments powered by Disqus