সরকারি পদ থেকে ইস্তফা সমীর আইচের

সরকারি পদ থেকে ইস্তফা সমীর আইচের

সরকারি পদ থেকে ইস্তফা সমীর আইচেরদায়িত্বে থাকা সবকটি সরকারি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন চিত্রশিল্পী সমীর আইচ। ইতিমধ্যেই চারুকলা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আগামিকাল ছাড়বেন ইন্ডিয়ান আর্ট কলেজের গভর্নিং বডির গভর্মেন্ট নমিনির পদ।  

পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে পরিচিত মুখ ছিলেন তিনি। সরকারে পরিবর্তন চেয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহু আন্দোলনেও সামিল হয়েছেন। রাজ্যে এসেছে তাঁর কাঙ্খিত পরিবর্তন। মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। আচমকাই তাল কাটল। আমিনুল কাণ্ডের প্রতিবাদে যেদিন মোমবাতি মিছিলে পা মেলালেন চিত্রশিল্পী সমীর আইচ। তারপর থেকে সরকারের বহু পদক্ষেপের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে নীরব ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ খুললেন গত একুশে জানুয়ারি।
 
এরপরই দায়িত্বে থাকা সবকটি সরকারি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন সমীরবাবু। ইস্তফা দেন চারুকলা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে। সমীরবাবু একাই নন, পরিবর্তন চেয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন মহাশ্বেতা দেবী, কৌশিক সেন, সুনন্দ সান্যালরা। আজ তাঁদের অনেকের মুখেই শোনা যায় মোহভঙ্গের কথা।
 






First Published: Wednesday, January 23, 2013, 09:45


comments powered by Disqus