আত্মপ্রকাশ করল স্যামসং -এর `ফাবলেট` গ্যালাক্সি নোট-টু

আত্মপ্রকাশ করল স্যামসং -এর `ফাবলেট` গ্যালাক্সি নোট-টু

আত্মপ্রকাশ করল স্যামসং -এর  `ফাবলেট` গ্যালাক্সি নোট-টুআত্মপ্রকাশ করল স্যামসং -এর `ফাবলেট` গ্যালাক্সি নোট-টু

বৃহস্পতিবার আত্মপ্রকাশ করল বহু প্রতিক্ষীত এবং বহুল চর্চিত সামসং-এর `ফাবলেট` গ্যালাক্সি নোট-টু। বুধবারই জার্মানির বার্লিনে শুরু হয়েছে এবছরের আন্তর্জাতিক রেডিও প্রদর্শনী (আইএফএ)। সেখানেই প্রথম দেখা মিলল এই ট্যাবলেট-কাম-ফোন বা ফ্যাবলেটের। দক্ষিণ কোরিও এই বহুজাতিক সংস্থার নতুন মডেলটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির ১২৮০ x ৭২০ এএমও এলইডি ডিসপ্লে। সুপারফাস্ট এই ফ্যাবলেটটির প্রসেসর ১.৬ গিগ্‌স জেড কোয়াড কোরের এক্সিনস ৪৪১২। অন্যান্য মডেলের মতো এতেও থাকছে ১৬, ৩২ এবং ৬৪ গিগা বাইট হার্ডড্রাইভ স্টোরেজ। এই ফ্যাবলেটের মূল বা পিছনের ক্যামেরাটি বেশ উচ্চমানের। আট মেগাপিক্সেল ক্যামেরাটিতে রয়েছে অটো ফোকাস।

এছাড়াও রয়েছে ১.৫ জিবির শক্তিশালী র‍্যাম। থ্রিজি এবং ফোরজি, দুটি কানেক্টিভিতিতেই সমান স্বচ্ছন্দ এই ফ্যাবলেটটি। তবে অস্ট্রেলিয়ার টেলস্টার ৪জি নেটওয়ার্কে এই ফোনটি কতটা সারা দেবে তা নিয়ে এখনও জল্পনায় গিক দুনিয়া।

স্যামসং-এর অন্যান্য মডেলগুলির মতো এটিরও অপেরেটিং সিসটেম গুগলের অ্যানড্রয়েড। তবে এতে রয়েছে অ্যানড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচের পরের ভার্সন জেলি বিন (বা ৪.১)।

কয়েকদিন আগেই আপেলের সঙ্গে ১.৩ বিলিয়ন ডলারের আইনি লড়াই হেরে গিয়েছে স্যামসং। সূত্রে খবর, সেপ্টেম্বর বা অক্টোবরের বাজারে আসতে চলেছে আইফোন ফাইভ এবং মিনি আইপ্যাড। ইতিমধ্যেই টেক-মহলে এই দুই মডেল নিয়ে উত্তেজনা তুঙ্গে। স্যামসং-এর এই নতুন ফ্যাবলেট অ্যাপেলের এই দুই তারকার সঙ্গে পাল্লা দিতে পারবে কি না তা নিয়েই জল্পনায় ওয়াল স্ট্রিট।

First Published: Thursday, August 30, 2012, 18:10


comments powered by Disqus