বাবা তারকনাথের আশীর্বাদ নিয়েই ভোটের ময়দানে নামছেন সন্ধ্যা রায়

বাবা তারকনাথের আশীর্বাদ নিয়েই ভোটের ময়দানে নামছেন সন্ধ্যা রায়

বাবা তারকনাথের আশীর্বাদ নিয়েই ভোটের ময়দানে নামছেন সন্ধ্যা রায় তারকেশ্বরে পুজো দিলেন জয় বাবা তারকনাথ ছবির নায়িকা। লোকসভা ভোটের প্রচারে নামার আগে আজ তারকেশ্বরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়। মেদিনীপুর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সন্ধ্যা রায়ের সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আফরিন আলি।

১৯৭৭ সালে এই সিনেমা তাঁকে পৌছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। লোকের মুখে মুখে ফিরত ছবির গান। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। চলচ্চিত্রের আঙিনা ছেড়ে এখন ভোটের ময়দানে সেদিনের বাবা তারকনাথ ছবির নায়িকা। তাই বোধহয় ভোট প্রচারে নামার আগে সোমবার সকালে পুজো দিতে তারকেশ্বরে পৌছন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সন্ধ্যা রায়। পুজো দিয়ে বেরিয়ে সন্ধ্যা রায় জানিয়েছেন, মানুষের জন্যই কাজ করতে চান তিনি।

First Published: Monday, March 24, 2014, 23:06


comments powered by Disqus