Last Updated: October 30, 2012 09:46

আমেরিকার উত্তর পূর্ব তটরেখায় আছড়ে পড়ল সুপারস্টর্ম স্যান্ডি। ঝড়ের দাপটে এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝড়ের দাপটে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, পেনসিলভ্যানিয়া ও কানেক্টিকাট। প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত স্তব্ধ আমেরিকার পূর্ব উপকূলের জনজীবন। গ্রাউন্ড জিরো, অ্যাটলান্টিক সিটি সহ অনেকগুলি শহর জলমগ্ন। বিদ্যুৎহীন প্রায় তিন লক্ষ মানুষ।
ভারতীয় সময় আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিউ জার্সির উপকূলে আছড়ে পড়ে স্যান্ডি। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় আশি মাইল। শহরের বিভিন্ন রাস্তা, সাবওয়ে, পার্কে ঢুকে পড়েছে হাডসন নদীর জল। বিপর্যস্ত ট্রেন ও যান চলাচল। বাতিল করা হয়েছে প্রায় ১৪ হাজার উড়ান। ঝড়ের ধাক্কায় ম্যানহাটানে ভেঙে পড়েছে একটি বহুতল। বন্ধ করে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও রাষ্ট্রসঙ্ঘের কার্যালয়। নিউ ইয়র্ক ছাড়াও ওয়াশিংটন, বাল্টিমোর, ফিলাডেলফিয়া, বোস্টনে চলছে দুর্যোগ।
প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। শহরাঞ্চলে ঢুকতে শুরু করেছে সমুদ্রের জল। কয়েকটি জায়গায় তুষারপাতও শুরু হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা স্যান্ডির দাপট চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
First Published: Tuesday, October 30, 2012, 09:46