Last Updated: January 21, 2012 21:17

সোমবার অস্ট্রেলিয়ান ওপেনে দাপট দেখালেন সানিয়া মির্জা। মহিলাদের ডাবলস আর মিক্সড ডাবলস দুই বিভাগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা। রুদ্ধশ্বাস ম্যাচে মহেশ ভূপতিকে সঙ্গী করে মিক্সড ডাবলসের শেষ আটে পৌঁছন সানিয়া। প্রথম সেট হারলেও,পরপর দুসেট জিতে বেনেসোভা আর মেলজার জুটিকে হারান ২০০৯ চ্যাম্পিয়ন ভূপতি-সানিয়া জুটি। অন্যদিকে মহিলাদের ডাবলসের কোয়ার্টারে পৌঁছেছেন সানিয়া-ভেসনিনা জুটি। অস্ট্রেলিয়া আর আমেরিকার জুটিকে স্ট্রেট সেটে হারান ইন্দো-রুশ জুটি। মিক্সড ডাবলসের কোয়ার্টারে পৌঁছেছে বোপান্না-লিসা রেমন্ড জুটিও।
First Published: Monday, January 23, 2012, 21:54