Last Updated: October 29, 2013 14:04

এবারের দিওয়ালিটা বাড়িতে নয় জেলের অন্ধ কুটুরিতে কাটাতে হবে সঞ্জয় দত্তকে। ১৪ দিনের ছুটি`কাটিয়ে মুন্নাভাইকে ফের জেলের সেলে ঢুকে যেতে হচ্ছে। নিয়ম মেনে বন্দী সঞ্জয় দত্তকে ১৪ দিনের `ফারলো` বা বিশেষ ছুটি দিয়েছিল। পরে সঞ্জয়ের আবেদন মেনে আরও দু সপ্তাহ বিশেষ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হল। তাই ২৮ দিন পর ফের পুণের ইয়েরওয়াড়া জেলে চলে যাবেন বলিউডের মুন্নাভাই।
মুম্বই বিস্ফোরণ মামলায় পাঁচ বছর কারাবাস হয় সঞ্জয় দত্তের। ২০০৬ সালে অবৈধভাবে একে-৫৬ এবং ৯-এমএল পিস্তল রাখার জন্য অভিযুক্ত হন তিনি। বকেয়া ৪২ মাসের মেয়াদ বর্তমানে ইয়েরওয়াড়া জেলে কাটাচ্ছেন তিনি।
First Published: Wednesday, October 30, 2013, 08:21