প্যারোলে বার বার মুক্ত সঞ্জয় দত্ত, মহারাষ্ট্র সরকারের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র সরকার

প্যারোলে বার বার মুক্ত সঞ্জয় দত্ত, মহারাষ্ট্র সরকারের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র সরকার

প্যারোলে বার বার মুক্ত সঞ্জয় দত্ত, মহারাষ্ট্র সরকারের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র সরকার ৯ মাসে তিন বার! মহারাষ্ট্র সরকারের দাক্ষিণ্যে জেল থেকে তিন বার প্যারোলে মুক্তি পেয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এবার কেন্দ্র বারবার মুন্না ভাইকে প্যারোলে মুক্তি দেওয়ার জবাবদিহি চাইল মহারাষ্ট্র সরকারের কাছ থেকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পৃথ্বীরাজ চহ্বান সরকারের কাছে জানতে চেয়েছে কেন সঞ্জয় দত্ত বারবার প্যারোলে মুক্তি পাওয়ার বিশেষ সুবিধা ভোগ করছেন।

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে বেআইনি রাখার অপরাধে সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে ৬ বছর কারাবাসের নির্দেশ দিয়েছিল। এর আগে ১৮ মাস জেল খাটা হয়ে গিয়েছিল বলে এ যাত্রায় সাড়ে চার বছর জেলে কাটানোর কথা এই বলিউড তারকার। গত বছরের মে মাস থেকে জেলে তিনি। তার মধ্যে গত ৯ মাসে তিনবার প্যারোলে মুক্তি পেয়ে গেছেন তিনি।

গত বছরের ২১ ডিসেম্বর থেকে প্যারোলে মুক্ত সঞ্জয়। এই মাসের ২১ তারিখ পুনের ইয়েরাওডা জেলে ফিরে যাওয়ার কথা তাঁর। কিন্তু সূত্রের খবর তাঁর প্যারোলের মেয়াদ বাড়িয়ে ২১ মার্চ করা হয়েছে।

বোম্বে হাইকোর্টে ফেব্রুয়ারি ২৫ তারিখ এই ভাবে সঞ্জয় দত্তকে প্যারোলে মুক্তি দেওয়ার কারণ জানতে চেয়ে একটি পিটিশন গ্রহণ করা হবে।

First Published: Tuesday, February 25, 2014, 11:42


comments powered by Disqus