Last Updated: March 25, 2013 19:11

সঞ্জয়ের দত্তর সাজা ঘোষণা হতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে সাত প্রযোজকের। সাতটি ছবি হাতে নিয়ে জেল খাটার আদেশ হয়েছে সঞ্জয়ের। তবে সঞ্জয় আশ্বাস দিয়েছেন জেলে ঢোকার আগে অসমাপ্ত ছবির কাজ শেষ করে যাবেন তিনি।
শাস্তি ঘোষণার পর আত্মসমর্পণের জন্য সঞ্জয়কে ৪ সপ্তাহ সময় দিয়েছে আদালত। সঞ্জয় জানিয়েছেন আগামী ৩ সপ্তাহের মধ্যে ছবির কাজ শেষ করবেন তিনি। সঞ্জয়ের এক বন্ধুর জানিয়েছেন জঞ্জির ছবির কাজ শেষ করতে তিন দিন সময় লাগবে। পিকে ছবির কাজ শেষ করতে লাগবে সাত দিন ও পুলিসগাড়ির সতের দিনের কাজ বাকি। সঞ্জয় বলেছেন, বস, আমার ছবির শুটিং আর ডাবিংগুলো সেরে ফেলতে হবে। আগে কী হবে জানি না।
গত বৃহস্পতিবার শাস্তি ঘোষণার পর থেকে নিজের ইমপিরিয়াল হাইটসের বাড়িতেই রয়েছেন। রবিবার তাঁর বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন সলমন খান।
First Published: Monday, March 25, 2013, 19:11