Last Updated: April 8, 2013 16:47

শাস্তি পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করতে চলেছেন সঞ্জয় দত্ত। গত ২১ মার্চ সঞ্জয় দত্তকে পাঁচ বছরের সাজা শোনায় দেশের সর্বোচ্চ আদালত। সেই সাজা পুনর্বিবেচনার জন্য আগামী দু`দিনের মধ্যেই রিভিউ পিটিশন জমা দেবে দিল্লির আইনি দল। যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়, তাহলে কিউরেটিভ পিটিশনও দাখিল করা যাবে। আপাতত সঞ্জয়কে সাজা শোনানোর চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের সুযোগ দিয়েছে শীর্ষ আদালত।
১৯৯৩ মুম্বই হামলায় পরোক্ষ ভাবে জড়িত থাকার অপরাধে ও বেআইনি ভাবে বাড়িতে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে সঞ্জয়কে ৬ বছরের কারাদণ্ড দেয় টাডা আদালত। শীর্ষ আদালত সাজা কমিয়ে পাঁচ বছরে নিয়ে এসেছে। কিন্তু এরমধ্যেই যেহেতু সঞ্জয় ১৮ মাস জেলে কাটিয়েছেন তাই তাঁর সাজার মেয়াদ কমে দাঁড়িয়েছে সাড়ে তিন বছরে।
এর আগে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় জানিয়েছিলেন তিনি সাজা মকুবের আর্জি জানাবেন না। সময়ের মধ্যেই আত্মসমর্পণ করবেন।
First Published: Monday, April 8, 2013, 16:47