সঞ্জয় এখন কয়েদি নম্বর ১৬৬৫৬

সঞ্জয় এখন কয়েদি নম্বর ১৬৬৫৬

সঞ্জয় এখন কয়েদি নম্বর ১৬৬৫৬ইয়েরওয়াড়া জেলে কয়েদি নম্বর পেলেন সঞ্জয় দত্ত। এখন তাঁর পরিচয় কয়েদি নম্বর ১৬৬৫৬। বুধবার ভোরেই তাঁরে আর্থার রোড জেল থেক পুণের ইয়েরওয়াড়া জেলে নিয়ে যাওয়া হয়েছে।

গত ১৬ মে মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে আত্মসমর্পণ করেন সঞ্জয়। সেই থেকে মুন্না তাঁর ঠিকানা ছিল মুম্বইয়ের আর্থার রোড জেল। নিরাপত্তার কারণে তাঁকে রাখা হয় আন্ডা সেলে। যার কিছুটা মাটির ওপরে আর কিছু অংশ মাটির তলায়। আলো বাতাসের সমস্যা থাকায় আদালতে এই প্রকৃতির সেল নিয়ে আপত্তি জানিয়ে ছিলেন সঞ্জয় দত্তের আইনজীবী। এই কদিন নির্দিষ্ট করে জেলে কোনও কাজও দেওয়া হয়নি মুন্না ভাইকে। এবার পাকাপাকি ভাবে তাঁকে পুণের ইয়েরওড়ারা জেলে স্থানান্তরিত করা হল। সেখানেই রাঁধুনি বা বাগানের কোনও কাজ দেওয়া হতে পারে সঞ্জয় দত্তকে। আপাতত ৩ বছরের জন্য খলনায়কের ঠিকানা পুণের ইয়েরওয়াড়া জেল।

First Published: Thursday, May 23, 2013, 16:57


comments powered by Disqus