Last Updated: October 23, 2013 20:03

সঞ্জয় দত্তের সাজা কমানোর ব্যাপারে মহারাষ্ট্র সরকারের মতামত চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। রাষ্ট্রপতির কাছে মার্কন্ডেও কাটজুর আবেদনের ভিত্তিতে মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আপাতত শারীরিক অসুস্থতার কারণে ১৪ দিনের জন্য পুনের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পেয়েছেন সঞ্জয়। পয়লা অক্টোবর থেকে পরিবারের সঙ্গেই রয়েছেন তিনি। ১৯৯৩ মুম্বই হামলায় অভিযুক্ত সঞ্জয়। গত মার্চ মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে ৫ বছরের কারাদণ্ড হয় সঞ্জয়ের। আগেই ১৮ মাস জেলে কাটানোর জন্য এখন বাকি ৪২ মাসের কারাবাসে রয়েছেন সঞ্জয়।
শেষ পুলিসগিরি ছবিতে দেখা গিয়েছিল সঞ্জয়কে।
First Published: Wednesday, October 23, 2013, 20:03