Last Updated: October 1, 2011 08:56

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগ তুলে সাসপন্ড হয়েছিলেন আগেই। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হলফনামা দাখিলের জন্য এক অধস্তন
পুলিশকর্মীর উপর চাপ সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হল আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে। কে ডি পন্থ নামে এক পুলিশ কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে শুক্রবার আইজি
পদমর্যাদার এই অফিসারকে গ্রেফতার করা হয়। শুক্র এবং শনিবার দুদফায় ধৃত সঞ্জীব ভাটের বাসভবনে তল্লাশি চালায় পুলিস। সঞ্জীবের স্ত্রী শ্বেতা ভাট শনিবার সকালে তাঁর স্বামীর প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। গুজরাত পুলিশের ডিজি এবং আমদাবাদের পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে শ্বেতা জানিয়েছেন, পক্ষপাতদুষ্ট গুজরাত পুলিশের প্রতি তাঁর কোনও আস্থা নেই।
চলতি বছরের গোড়ায় সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে ১৯৮৮-র ব্যাচের আইপিএস অফিসার সঞ্জীব অভিযোগ করেন, ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি গোধরায়
সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের পর আমদাবাদের সিনিয়র পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে হিন্দুদের ক্রোধের বহিঃপ্রকাশে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মোদী।
গুজরাত পুলিশের দাবি, তথাকথিত বৈঠক সম্পর্কে মিথ্যা হলফনামা দাখিল করার জন্য কে ডি পন্থের উপর চাপ সৃষ্টি করেছিলেন সঞ্জীব। স্বভাবতই সঞ্জীবের গ্রেফতারির ঘটনা নিয়ে
রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী কংগ্রেস এই ঘটনাকে `নরেন্দ্র মোদীর প্রতিহিংসার রাজনীতি` বলে চিহ্নিত করেছে।
First Published: Saturday, October 1, 2011, 17:04