Last Updated: October 17, 2011 12:54

শেষ পর্যন্ত জামিন পেলেন সঞ্জীব ভাট। সোমবার আমদাবাদের দায়রা আদালত দশ হাজার টাকার বন্ডের বিনিময়ে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী এই আইপিএস অফিসারের জামিন মঞ্জুর করেছে। জামিনের শর্ত হিসেবে নিজের পাসপোর্টও জমা রাখতে হবে সঞ্জীবকে।
গত ৩০ সেপ্টেম্বর কেডি পন্থ নামে এক পুলিশ কনস্টেবলের উপর মিথ্যা হলফনামা পেশের জন্য চাপ সৃষ্টির অভিযোগে সঞ্জীবকে গ্রফতার করা হয়। এর আগেই মোদীর বিরুদ্ধে
গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গায় প্রত্যক্ষ মদতাদানের অভিযোগ এনে আদালতে একটি হলফনামা দাখিল করেছিলেন ভাট। তার পরই তাঁকে সাসপেন্ড করা হয়। ভাটের অভিযোগ, প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।
First Published: Monday, October 17, 2011, 12:54