Last Updated: July 7, 2014 08:26

বিশিষ্ট গবেষক শঙ্করীপ্রসাদ বসুর জীবনাবসান। বয়স হয়েছিল ৮৫ বছর। গত রবিবার বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তাঁকে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানেই গতকাল বিকেলে প্রয়াত হন তিনি। আজ তাঁর অন্ত্যেষ্টি। ১৯২৮ সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন শঙ্করীপ্রসাদ বসু। বাংলা সাহিত্যে অধ্যাপনা দিয়েই কর্মজীবনের সূচনা। স্বামী বিবেকানন্দকে নিয়ে বহু গবেষণাধর্মী কাজ করেছেন বিশিষ্ট এই গবেষক।
সাত খণ্ডের স্বামী বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়াও ভগিনী নিবেদিতা, রামকৃষ্ণ পরমহংসের জীবনের ওপরও একাধিক গবেষণাধর্মী কাজ করেছেন তিনি। লিখেছেন একের পর এক সাহিত্যধর্মী রচনা। উনিশশো পঁচাশি সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হন তিনি। আমৃত্যু তিনি যুক্ত ছিলেন স্বামী বিবেকানন্দ আর্কাইভ এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে। সাহিত্য আকাডেমি সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্করীপ্রসাদ বসু।
First Published: Monday, July 7, 2014, 08:26