Last Updated: January 26, 2012 18:57

রেণুকা সরকার খুনের পর আবার বড়সড় চুরির ঘটনা ঘটল শান্তিনিকেতনে। চুরির সময় সোনাঝুরির ওই বাড়িতে ছিলেন না কেউ। পরিচারকও কয়েক দিনের জন্য ছুটি নিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে দরজা ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে। চারটি আলমারি ভেঙে সোনা-সহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, বাড়িতে যে দামি জিনিষপত্র রাখা ছিল, সে ব্যাপারে নির্দিষ্ট খবর ছিল দুষ্কৃতীদের কাছে।
First Published: Thursday, January 26, 2012, 18:57