শরদ পাওয়ার

শরদ পাওয়ার

শরদ পাওয়ারকখনও একা পা এগিয়ে মোদীর কাছাকাছি যেতে চেষ্টা করেছেন, আবার ধাক্কা খেয়ে দু পা পিছিয়ে মোদীরই জোর সমালোচনা করেছেন। সরাসরি ভোটে লড়ছেন না, কিন্তু নিজের হাতে পাওয়ারের ক্ষমতার চাবিকাঠিটা রাখতে চান। মহারাষ্ট্রে কংগ্রেসের খারাপ হালের মাঝে ইউপিএ-এর লণ্ঠন হয়ে দাঁড়িয়ে আছেন।

জন্ম-১৯৪০, ১২ ডিসেম্বর
পদ-এনসিপি প্রধান, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী

শক্তি-রাজনৈতিক জ্ঞান ও বিচক্ষনতা। অভিজ্ঞতা।

দুর্বলতা- বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়া।

First Published: Monday, April 7, 2014, 17:56


comments powered by Disqus