সারদা কাঁটা

সারদা কাঁটা

সারদা কাঁটাসারদা কাণ্ডের গোটা দেশ তোলপাড়। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সাংসদরা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার মিলল সারদা কেলেঙ্কারিতে। এদিকে রাজ্যের মানুষ সর্বসান্ত হয়ে পড়লেন। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় `ইউএসপি` সততার ইস্যু বড় ধাক্কা খেল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এসে পড়ল পঞ্চায়েত ভোট। সারদা কাণ্ডের প্রভাব এবারের পঞ্চায়েত ভোটে পড়বে কী? এই প্রশ্নে আপনার মতামত জানান

First Published: Sunday, July 7, 2013, 14:48


comments powered by Disqus