তৃণমূলের হামলার মুখে সারদার এজেন্টরা

তৃণমূলের হামলার মুখে সারদার এজেন্টরা

তৃণমূলের হামলার মুখে সারদার এজেন্টরা বিক্ষোভ দেখাতে গিয়ে দমদমে তৃণমূল কংগ্রেসের হামলার মুখে পড়লেন সারদা গোষ্ঠীর আমানতকারী এবং এজেন্টরা। আড়াই নম্বর গেটে সারদার অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর, আজ সকালে এয়ারপোর্ট থানায় গিয়ে একটি ডেপুটেশন জমা দেন আমানতকারী এবং এজেন্টরা। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন এবং কুণাল ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপর যশোর রোড অবরোধ করেন তাঁরা। আধ ঘণ্টা অবরোধ চলে। এরপরই আড়াই নম্বর গেটের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা এজেন্ট-আমানতকারীদের মারধর করে বলে অভিযোগ।

First Published: Sunday, April 21, 2013, 18:51


comments powered by Disqus