Saradha chitfud asim

`সারদাকাণ্ডে সিবিআই আসলে প্রতারিতদের জয়`

সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টের সিবিআই তদন্তের নির্দেশ আসলে প্রতারিতদের জয়। আজ এক সাংবাদিক বৈঠকে একথা বললেন চিটফান্ড সাফারারর্স ইউনিটি ফোরামের আহ্বায়ক অসীম চ্যাটার্জি। আদালতের নজরদারিতেই সিবিআই তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কারণ ফোরামের আশঙ্কা, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার তদন্তে সাহায্য করবে না।

সারদাকাণ্ডের তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই করা হোক। শনিবার এমনই দাবি জানাল চিটফান্ড সাফারারর্স ইউনিটি ফোরাম। ফোরাম সদস্যদের আশঙ্কা, সিবিআই তদন্তে কোনও রকম সাহায্য করবে না রাজ্য সরকার। ফোরাম সদস্যদের অভিযোগ, সারদা কেলেঙ্কারিতে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীরা জড়িত। তাঁদের দাবি, সারদার দোষীদের শাস্তির বিষয়ে অনুসরন করা হোক সাহারা মডেল।

সারদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়ে আগামী ১৪ মে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিজয় মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলে সামিল হবেন রাজ্যের সমস্ত চিটফান্ড প্রতারিতরা।

First Published: Saturday, May 10, 2014, 22:45


comments powered by Disqus