Last Updated: December 21, 2013 10:32
থানা থেকেই উধাও হয়ে যাচ্ছে সারদার বাজেয়াপ্ত হওয়া গাড়ির যন্ত্রাংশ। সারদা কেলেঙ্কারির জেরে ওই সংস্থার প্রায় ৭০ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িগুলি রাখা রয়েছে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। অথচ পুলিসের হেফাজতে থাকা সেইসব গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। বাজেয়াপ্ত হওয়া সারদার সম্পতি নিলামের পর টাকা ফেরত পাবেন বলে আশায় করছেন আমানতকারীরা।
অথচ যে ভাবে বাজেয়াপ্ত হওয়া গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠছে, তাতে আদৌ আমানতকারীরা কিভাবে টাকা ফেরত পাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সারদা চিটফান্ড কাণ্ডে মূল অভিযুক্ত সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জি এখন জেলে। কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল সাংসদ কুণাল ঘোষকেও।
First Published: Saturday, December 21, 2013, 10:32