Last Updated: April 18, 2014 14:00

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে সারদাকাণ্ডে শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর নাম উঠে আসছে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যে শাসক দলের পনেরজন নেতা-মন্ত্রীকে নোটিস পাঠানো হয়েছে। তার মধ্যে গত এক মাসে তৃণমূলের একজন সাংসদ, একজন প্রার্থী ও এক চিত্রশিল্পীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
রাজ্যের এক মন্ত্রীকেও ডেকে পাঠিয়েছেন তাঁরা। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে ইডির মুখোমুখি হননি ওই নেতা। ভোটের পর ফের তাঁকে জেরা করা হবে। শাসকদলের এক প্রভাবশালী নেতাকে দিল্লিতে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উত্তর শহরতলির এক তৃণমূল বিধায়ক এবং দক্ষিণ কলকাতার এক মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।
First Published: Friday, April 18, 2014, 14:00