কুণাল সারদাকাণ্ডে মমতার নাম জড়ানোয় রাজ্যে আগুন জ্বালানোর হুঁশিয়ারি মদনের গলায়

কুণাল সারদাকাণ্ডে মমতার নাম জড়ানোয় রাজ্যে আগুন জ্বালানোর হুঁশিয়ারি দিলেন মদন মিত্র

কুণাল ঘোষ ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করবেন জানলে, শহিদ মিনার থেকে ঝাঁপ দিতেন। বললেন মদন মিত্র। পরিবহণ মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোয় রাজ্যে যে আগুন জ্বলবে তার থেকে কেউ বাঁচবে না।

এদিকে, সারদা কাণ্ডে তাঁর নাম জড়ানোয় কুণাল ঘোষের বিরুদ্ধে কুড়ি কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। ফেসবুকে শনিবার রাতে অন্যান্য তৃণমূল নেতামন্ত্রীদের সঙ্গে শুভেন্দু অধিকারীর নামও পোস্ট করেছেন কুণাল ঘোষ। জবাবে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন তমলুকের সাংসদের আইনজীবী।

শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজে সেই নোটিস পোস্ট করা হয়েছে। নোটিসে কুণাল ঘোষের ফেসবুক পোস্টে দেওয়া সমস্ত তথ্য অসত্য বলে দাবি করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে বদনাম করতেই ইচ্ছাকৃতভাবে ওই পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। আইনি নোটিসে দাবি করা হয়েছে, সাতদিনের মধ্যে আরেকটি ফেসবুক পোস্ট বা বিবৃতির মাধ্যমে নিজের ভুল স্বীকার করুন কুণাল ঘোষ। নাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।  

First Published: Sunday, November 24, 2013, 18:13


comments powered by Disqus