চলচ্চিত্র উত্সব, ক্ষুব্ধ শতাব্দী, Satabdi misses Film Fest

চলচ্চিত্র উত্সব, ক্ষুব্ধ শতাব্দী

চলচ্চিত্র উত্সব, ক্ষুব্ধ শতাব্দীকলকাতা চলচ্চিত্র উত্সব ঘিরে ক্ষোভের আঁচ এবার তৃণমূলের অন্দরমহলে! রাজ্য সরকার আয়োজিত চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। টালিগঞ্জের দীর্ঘদিনের অভিনেত্রী শতাব্দী রায়ের অভিমান, তাঁকে চলচ্চিত্র উত্সবে যাওয়ার জন্য ঠিক মতো নিমন্ত্রণ জানানো হয়নি। শুধুমাত্র আমন্ত্রণপত্র দিয়েই দায় সারা হয়েছে। চলচ্চিত্র উত্সবে যোগদান করেননি তৃণমূলের আরেক সাংসদ ও অভিনেতা তাপস পাল। তাঁর বক্তব্য, শুটিংয়ের কাজে ব্যস্ত থাকার কারণেই চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।       

First Published: Friday, November 11, 2011, 13:32


comments powered by Disqus