Last Updated: January 31, 2014 12:35

নতুন বছরে নতুন সিইও ঘোষনা করতে চলেছে মাইক্রোসফট। খুব সম্ভবত মাইক্রোসফটের ক্লাউড-কম্পিউটিং হেড সত্য নাডেলা। সেইসঙ্গেই চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন বিল গেটস। তাঁর জায়গায় ক্ষমতায় আসতে পারেন সংস্থার স্বাধীন ডিরেক্টর জন থম্পসন। যদিও মাইক্রোসফট বোর্ডে থাকবেন গেটস। বৃহস্পতিবার ব্লুমবার্গে প্রকাশিত হয় এই রিপোর্ট।
হায়দরাবাদে জন্ম সত্য নাডেলার। গত বছর জুলাই মাসে ক্লাউড কম্পিউটিং হেডের দায়িত্ব পান তিনি। সংস্থার সিইও-র পদ পেলে নাডেলাই হবেন সবথেকে শক্তিশালী ভারতীয় বংশোদ্ভুতদের মধ্যে সবথেকে ক্ষমতাশালী টেক-এক্সিকিউটিভ। কম্পিউটিং হেডের দায়িত্ব পাওয়ার আগে নাডেলা সংস্থার সার্ভার ও টুল ইউনিটের দায়িত্ব সামলেছেন সত্য নাডেলা।
দায়িত্ব পাওয়ার দৌড়ে নাডেলার সঙ্গে ছিলেন সংস্থার ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট, সংস্থার বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট টনি বেটস ও মাইক্রোসফটের বাইরের একজন সদস্য। ব্লুমবার্গে খবর প্রকাশিত হলেও মাইক্রোসফটের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
First Published: Friday, January 31, 2014, 12:35