সত্যজিত্‍‍ রায়ের স্থিরচিত্র প্রদর্শনী

সত্যজিত্‍‍ রায়ের স্থিরচিত্র প্রদর্শনী

সত্যজিত্‍‍ রায়ের স্থিরচিত্র প্রদর্শনীফটোগ্রাফার সত্যজিৎ। বিশ্ববরেণ্য চিত্রপরিচালকের নিজের ক্যামেরায় তোলা বেশ কিছু ছবি নিয়ে গগনেন্দ্র প্রদর্শনশালায় চলছে প্রদর্শনী। কলকাতা চলচ্চিত্র উত্সবের অঙ্গ হিসেবে এই প্রদর্শনীর  এইসব ছবি আগে কখনও প্রকাশ্যে আসেনি। সিকিম থেকে রাজস্থান, কুরোসাওয়া থেকে উত্তমকুমার চিত্রগ্রাহক সত্যজিত রায়ের ক্যামেরায় ধরা রয়েছে অনেক বিরল মুহূর্ত।

First Published: Sunday, November 13, 2011, 18:21


comments powered by Disqus