ঢাকায় খুন সৌদি কূটনীতিক

ঢাকায় খুন সৌদি কূটনীতিক

ঢাকায় খুন সৌদি কূটনীতিকবাংলাদেশে গুলি করে হত্যা করা হল সৌদি আরবের এক কূটনীতিককে। নিহত সৌদি কূটনীতিকের নাম খালাপ আল আলি। মঙ্গলবার ঢাকা পুলিসের ডেপুটি কমিশনার লুতফুল কবির জানিয়েছেন, ঢাকায় নিজের বাসভবন থেকে দুটি বাড়ি দূরে একটি নালার ধারে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিস। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৩ ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। খালাপ আল আলির বুকের বাঁ দিকে গুলি লেগেছিল বলেও জানান কবির।

যদিও ঠিক কী কারণে এই হামলা চালানো হল, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ঢাকা পুলিস। সৌদি কূটনীতিকের মৃত্যুর খবর স্বীকার করেছে ঢাকায় সৌদি আরব দূতাবাস। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক যথেষ্টই মজবুত। প্রায় ২০ লক্ষের বেশি বাংলাদেশি রোজগারের জন্য সৌদি আরবে কাজ করেন। তাই খোদ ঢাকায় সৌদি কূটনীতিককে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে।

First Published: Tuesday, March 6, 2012, 14:50


comments powered by Disqus