২৪ ঘণ্টার উদ্যোগ "গঙ্গা বাঁচাও, জীবন বাঁচাও", সচেতনতা বাড়াতে যোগ দিন আপনিও

২৪ ঘণ্টার উদ্যোগ "গঙ্গা দিচ্ছে ডাক", সচেতনতা বাড়াতে যোগ দিন আপনিও

২৪ ঘণ্টার উদ্যোগ আমাদের দেশ নদীমাতৃক। আমাদের জীবন সুজলাং সুফলাং হয়ে উঠেছে এই গঙ্গাকে কেন্দ্র করে। কিন্তু তার বিনিময়ে আমরা কি দিতে পেরেছি। একটু ভাবলে আমাদের অকৃতজ্ঞতাবোধ আমাদেরই মাথা নত করে দেয়।

আমাদের এতই গঙ্গা ভক্তি যে প্রতিদিন ফুল, প্লাস্টিকের আবর্জনায় তাকে আরও নোংরা করে তুলি। গঙ্গার চারপাশে শিল্পের জোয়ারে পবিত্র গঙ্গা দিনের পর দিন হতে চলেছে দূষিত । এইভাবে আমাদের শিক্ষিত খাম খেয়ালিপনায় নীরবে ক্ষতবিক্ষত হচ্ছে গঙ্গা।

গঙ্গার বিপর্যয় নিয়ে ২৪ ঘণ্টার রিপোর্ট দেখুন




রিপোর্ট বলছে আগামী কুড়ি বছরের মধ্যে গঙ্গার মৃত্যু হতে চলেছে। তার দায় বর্তায় শুধুমাত্র মানুষের। এরপর আমাদের কী করণীয়। মেকি স্লোগান, মিছিল! না সত্যিকারের সচেতনতা বাড়ানো। জানান আপনার মূল্যবান মতামত।

First Published: Monday, May 19, 2014, 15:27


comments powered by Disqus