Last Updated: November 13, 2011 14:34

ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে অভিষেক ঘটতে চলেছে স্যাভিও মেদেইরার। শনিবার গুয়াহাটিতে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে বেশ খানিকটা এগিয়ে মালয়েশিয়া। তাসত্বেও দমছে না ভারতীয় দল।তবে আই লিগের মাঝে প্রস্তুতি ম্যাচের আয়োজন করা নিয়ে কিছুটা হলেও অসন্তুষ্ট স্যাভিও মেদেইরা। আর্মান্দো কোলাসোর দলে বেশি কিছু পরিবর্তন আনছেন স্যাভিও।চোটের জন্য সুব্রত নেই।তাই গোলকিপার হিসাবে খেলবেন সম্ভবত করণজিত সিং। ডিফেন্সে গৌরমাঙ্গি আর মহেশ গাউলি।দুই সাইডব্যাক হিসাবে খেলবেন নবি আর যশপাল পারমার। মাঝমাঠে ক্লাইম্যাক্স লরেন্স আর জুয়েল রাজা জুটির সঙ্গী হবেন স্টিভেন ডায়াস আর ক্লিফোর্ড মিরান্ডা।
আক্রমনভাগে শুরু করবেন ডেম্পোর জোয়াকিম আর সুনীল ছেত্রী।
First Published: Sunday, November 13, 2011, 14:34