Last Updated: November 23, 2012 17:04

সবিতা হালাপ্পানাভার মৃত্যুকে ঘিরে বিতর্ক অব্যাহত। সেপটিসেমিয়ায় আক্রান্ত সবিতা আয়ারল্যান্ডের হাসপাতালে গর্ভপাতের যে আবেদন করেছিলেন, মৃত্যুর পর তাঁর মেডিক্যাল রিপোর্টে সে বিষয়ে কোনও উল্লেখই করল না হাসপাতাল কর্তৃপক্ষ।
সবিতার মৃত্যুর পর হাসপাতালটির হেলথ সার্ভিস এক্সিকিউটিভ যে মেডিক্যাল ফাইল তৈরি করেছিলেন তাতে সবিতার কতবার চা, কফি, টোস্ট খেতে চেয়েছেন এমনকী কখন অতিরিক্ত কম্বল চেয়েছেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকলেও আশ্চর্যজনক ভাবে বাদ পড়েছে সবিতার বারবার গর্ভপাতের আবেদন।
আয়ারল্যান্ডে সবিতার স্বামী প্রবীণের আইনজীবী জানিয়েছেন এই রিপোর্টে বিস্তর অসঙ্গতি রয়েছে। আয়ারল্যান্ডের উপর চাপ বাড়ানোর জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে।
First Published: Friday, November 23, 2012, 17:04