Last Updated: March 26, 2014 15:39

সাহারা কর্ণধার সুব্রত রায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জামিনের শর্ত অনুযায়ী সেবির কাছে দশ হাজার কোটি টাকা জমা দিতে হবে সুব্রত রায়কে। নগদে দিতে হবে পাঁচ হাজার কোটি টাকা। বাকি পাঁচ হাজারের ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে।
দশ হাজার কোটি টাকা জোগাড়ের জন্য সাহারা গোষ্ঠীর বন্ধ থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। আগমিকালের মধ্যে সাহারাকে সর্বোচ্চ আদালতে জানাতে হবে কোন কোন ব্যাঙ্ক থেকে তারা টাকা সংগ্রহ করতে চায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন সুব্রত রায়। গত ৪ মার্চ থেকে তিনি তিহার জেলে বন্দি। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে স্বস্তি মিলল সাহারা কর্ণধারের।
First Published: Wednesday, March 26, 2014, 15:39