Last Updated: October 18, 2011 16:57

সূচনা পর্বেই বিভ্রাট!
আর ঠিক দু`সপ্তাহ পরই উত্তরপ্রদেশের শিল্পনগরী নয়ডাতে দেশের প্রথম ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেপি গ্রুপের `বুদ্ধ ট্র্যাক` ঘিরে চারিদিকে চলছে জোরদার চর্চা। কিন্তু উত্সবের এই আবহটাকেই কিছুটা ম্লান করে দিল সুপ্রিম কোর্টের নোটিস। রাজ্যের `গর্ব` ফর্মুলা ওয়ান কার রেসিংকে প্রমোদ কর ছাড় দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। আর বহিনজির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ডিকে জৈনের নেতৃত্বাধীন বেঞ্চ এ ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারের কৈফিয়ত তলব করেছে। সেই সঙ্গেই এ ব্যাপারে আয়োজক সংস্থা জেপি গ্রুপের মত জানতে চেয়ে একটি পৃথক নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
First Published: Tuesday, October 18, 2011, 16:57