Last Updated: November 5, 2012 13:45

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন পরিচালক মধুর ভান্ডারকর। সোমবার দেশের শীর্ষ আদালত তাঁর বিরুদ্ধে চলা দীর্ঘ ৯ বছরের ধর্ষণ মামলার নিষ্পত্তি ঘোষণা করেছে। মামলা নিষ্পত্তি হওয়ায় স্বাভাবিক ভাবেই স্বস্তিতে হিরোইন পরিচালক।
৯ বছর আগে ২০০৩ সালে মধুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন মডেল অভিনেত্রী প্রীতি জৈন। প্রীতির অভিযোগ ছিল ছবিতে সুযোগ দেওয়ার অছিলায় তাঁকে ধর্ষণ করেছেন মধুর। সোমবার প্রীতি নিজেই সেই মামলা প্রত্যাহার করে নেন। তাঁর বক্তব্য, দীর্ঘ ৯ বছর ধরে কোনও সুরাহা না হওয়ায় মামলা তুলে নিতে চান তিনি।
মধুর জানিয়েছেন তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা কোনওদিনই যুক্তিগ্রাহ্য ছিল না। অতএব নিষ্পত্তি হওয়ারই ছিল।
First Published: Monday, November 5, 2012, 13:45