জগনের জামিন খারিজ শীর্ষ আদালতে

জগনের জামিন খারিজ শীর্ষ আদালতে

জগনের জামিন খারিজ শীর্ষ আদালতেরাজনীতিবিদ জগন মোহন রেড্ডির জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার ওয়াইএসআর পুত্রকে হায়দরাবাদের জেলে পাঠানোর নির্দেশই বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।

দুর্নীতির অভিযোগে গত মে মাসে গ্রেফতার করা হয় জগন মোহনকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর অভিযোগ, ওইএসআরের মুখ্যমন্ত্রিত্বের সুযোগ নিয়ে জগন মোহন বেশ কয়েকটি সংস্থাকে তাঁর ব্যবসায় লগ্নি করার জন্য চাপ সৃষ্টি করেন। অন্ধ্রপ্রদেশ নির্বাচনের আগেই সিবিআই গ্রেফতার করে অভিযুক্ত ওই নেতাকে। রেড্ডির গ্রেফতারে বেশ ধাক্কা খেতে হয় ওয়াইএসআর কংগ্রেসকে।

রেড্ডির জামিনের আবেদন খারিজ করার পাশাপাশি এদিন সুপ্রিম কোর্ট জানায়, সিবিআইয়ের তরফে চার্জশিট পেশ করার পর তিনি আবার জামিনের আবেদন করতে পারেন। অন্যদিকে, চার্জশিট পেশ করার জন্য আদালতের কাছে আরও বেশ কিছুটা সময় চেয়েছে সিবিআই। সেই নিরিখে আরও বেশ কয়েক মাস জেলেই থাকতে হবে অন্ধ্রের দোর্দণ্ডপ্রতাপ নেতা জগন মোহন রেড্ডিকে।



First Published: Friday, October 5, 2012, 17:21


comments powered by Disqus