অভিযুক্ত বিধায়ক, সাংসদের বিরুদ্ধে চলা মামলার শুনানি শেষ করতে নিম্ন আদালতকে ডেড লাইন দিল সুপ্রিম কোর্

অভিযুক্ত বিধায়ক, সাংসদের বিরুদ্ধে চলা মামলার শুনানি শেষ করতে নিম্ন আদালতকে ডেড লাইন দিল সুপ্রিম কোর্ট

অভিযুক্ত বিধায়ক, সাংসদের বিরুদ্ধে চলা মামলার শুনানি শেষ করতে নিম্ন আদালতকে ডেড লাইন দিল সুপ্রিম কোর্ট রাজনীতিকে অপরাধ মুক্ত করতে আরও এক পদক্ষেপ নিল সুপ্রিমকোর্ট। সোমবার বিভিন্ন নিম্ন আদালত গুলিকে অভিযুক্ত বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে চলা সমস্ত শুনানি এক বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে শুনানি বিচারকরা যদি এক বছরের সময় সীমার মধ্যে এই ধরণের মামলা গুলির সমস্ত শুনানি গুলি শেষ করতে না পারেন, তাহলে তাঁরা হাইকোর্টের বিচারপতির কাছে জবাবদিহি করতে বাধ্য হবেন।

সুপ্রিমকোর্ট জানিয়েছে অভিযুক্ত সাংসদ ও বিধায়কদের নিয়ে চলা মামলা গুলির শুনানি দিনের দিনে শেষ করতে হবে।

পাবলিক ইন্টারেস্ট ফাউন্ডেশন নামের একটি এনজিও-এর করা পিআইএল-এর ভিত্তিতে আজ এই রায় দিয়েছে শীর্ষ আদালত।

First Published: Monday, March 10, 2014, 13:48


comments powered by Disqus