প্রশ্নপত্র ফাঁসের পরও নেওয়া হল রেলের পরীক্ষা, আসানসোলে গ্রেফতার ভুয়ো পরীক্ষার্থী

প্রশ্নপত্র ফাঁসের পরও নেওয়া হল রেলের পরীক্ষা, আসানসোলে গ্রেফতার ভুয়ো পরীক্ষার্থী

প্রশ্নপত্র ফাঁসের পরও নেওয়া হল রেলের পরীক্ষা, আসানসোলে গ্রেফতার ভুয়ো পরীক্ষার্থী অন্যের হয়ে রেলের পরীক্ষা দিতে এসে আসানসোলে ধরা পড়ল বিহারের জাহানাবাদের এক যুবক। বিট্টু কুমার নামে ওই যুবককে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিস।

রেলের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষার আসন পড়েছিল আসানসোল আর্যকন্যা স্কুলে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের আঙুলের ছাপ নেওয়ার সময় ধরা পড়ে যায় বিট্টু কুমার। জেরায় তিনি জানিয়েছেন, কুড়ি হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে তিনি পরীক্ষা দিতে এসেছিলেন। গতকালই হাওড়ার জগাছায় রেলের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পরও রবিবার গ্রুপ ডি-র পরীক্ষা নিল রেল। অভিযোগ পেয়েই অভিযান চালান দক্ষিণ পূর্ব রেলের ভিজিল্যান্স আধিকারিকরা।

নয়াবাজের একটি আবাসন থেকে উদ্ধার হয় ফোটোকপি মেশিন,খাতা, বেশ কয়েকটি মোবাইল ফোন। ঘটনায় এক রেল কর্মী সহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিস। যদিও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে রেল। ঘটনায় ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, কোনও প্রশ্নপত্র উদ্ধার হয়নি। পাওয়া গিয়েছে কিছু উত্তরপত্র। আটক করা হয় বেশ কয়েকজন পরীক্ষার্থীকেও।

First Published: Sunday, December 8, 2013, 22:04


comments powered by Disqus