Scare over Tiger`s intrusion in Jharkhali

বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতে

বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতেলোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ঝড়খালিতে। ঝড়খালির ত্রিদিবনগরে বাঘটি ঢুকে পড়েছে বলে জানা গেছে। বাঘটিকে দেখা না গেলেও চোখে পড়েছে পায়ের ছাপ। বিদ্যাধরী নদী পেরিয়ে পিরখালির জঙ্গল থেকে সেটি লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে। গতকাল, রাতভর স্থানীয় বাসিন্দারা মশাল জ্বেলে এলাকায় পাহারা দেন। বাঘের খোঁজে তল্লাসি চলছে এখনও। বনকর্মীরা জাল দিয়ে এলাকা ঘিরে রেখেছেন। রয়েছেন স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যরা।   

First Published: Thursday, December 1, 2011, 13:25


comments powered by Disqus