Last Updated: April 6, 2013 10:39

পারমিটবিহীন স্কুলবাসের দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবার ধর্মঘটের পথে বেসরকারি স্কুলবাস মালিকদের সংগঠন। তাঁদের অভিযোগ, শহরজুড়ে লাগামছাড়া দৌরাত্ম্য চালাচ্ছে বহু পারমিটবিহীন স্কুলবাস।
বেসরকারি স্কুলবাসের নতুন পারমিট করানোর জন্য আগামী ১০ এপ্রিল পর্যন্ত সময়সীমা দিয়েছে রাজ্য সরকারের পরিবহণ দফতরও। তবে তারমধ্যেও যদি পারমিটের সমস্যা না মেটে তাহলে ১০ এপ্রিলের পরেই ধর্মঘটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পারমিটধারী বেসরকারি স্কুলবাস মালিকরা।
First Published: Saturday, April 6, 2013, 10:39