school girl mollestation

স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ভাঙচুর পানশালায়

স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে পানশালায় ভাঙচুর করল উত্তেজিত জনতা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হল অভিযুক্ত যুবকের চায়ের দোকানে। পরে পুলিস গ্রেফতার করে অভিযুক্তকে। এঘটনা ঘটেছে হুগলির পোলবার সুগন্ধা এলাকায়।

স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল সুগন্ধা এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযোগ, দিল্লি রোডে একটি পানশালার সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় কালু মাহাত নামে এক যুবক। পানশালার পিছনের আমবাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই ছাত্রীর।

ছাত্রীর চিত্‍কারে ছুটে এসে তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তবে উধাও হয় অভিযুক্ত। খবর পেয়ে ওই ছাত্রীর গ্রামের লোকজন এসে ভাঙচুর চালান ওই পানশালায়। ভাঙচুর করা হয় অভিযুক্ত কালু মাহাতর চায়ের দোকান। গ্রামবাসীদের অভিযোগ, পানশালার কারণেই ওই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে কালু মাহাতকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিস। নির্যাতিতাকে ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

First Published: Friday, February 21, 2014, 22:42


comments powered by Disqus