পঞ্চায়েতের আগে বেরোচ্ছে না স্কুল সার্ভিসের ফল

পঞ্চায়েতের আগে বেরোচ্ছে না স্কুল সার্ভিসের ফল

পঞ্চায়েতের আগে বেরোচ্ছে না স্কুল সার্ভিসের ফলপঞ্চায়েত নির্বাচনের আগে কোনওভাবেই প্রকাশিত হচ্ছে না স্কুল সার্ভিস কমিশন কিংবা প্রাইমারির নিয়োগের পরীক্ষার ফল। এক বছর আগে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়, অন্যদিকে চার মাস আগে পরীক্ষা হয়েছে প্রাইমারির নিয়োগের।
তবে কোথায় আটতে ফল প্রকাশ? কর্তৃপক্ষের কাছে নানা যুক্তি। যদিও অনেকেরই ধারনা পঞ্চায়েতের আগে দুটি ক্ষেত্রকেই খুড়োর কল হিসেবে ব্যবহার করতে চাইছে শাসক দল। তাই ফল প্রকাশের দেরি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।







First Published: Monday, July 8, 2013, 17:35


comments powered by Disqus