School serviece commission cctv

স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসল সিসিটিভি

বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসানো হল সিসিটিভি। প্যানেলে নাম থাকা সকলের চাকরির দাবিতে অফিসের সামনে চলে অনশন। এই আন্দোলনে মাওবাদীরা মদত দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন এসএসসি-র সহসচিব অমিতেশ বিশ্বাস। প্রশ্ন উঠছে, সে জন্যই কি কমিশনের অফিসে সিসিটিভি বসানো হল?

এসএসসির সহ সচিবের মন্তব্য নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর।বুধবার বিধাননগরের এসএসসি দফতরে সিসিটিভি লাগানো মাত্রই ফিসফাস শুরু হয়ে যায়। এবার কী তবে মাওবাদী খুঁজতেই সিসিটিভি?

সেসব প্রশ্নকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে এসএসসি অবশ্য জানিয়েছে, সিদ্ধান্তটা অনের আগেই নেওয়া হয়েছিল। কমিশনের কেন্দ্রীয় অফিসে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে। তাই সিসিটিভি বসানোর সিদ্ধান্ত।

জল্পনা অবশ্য খারিজ করে দিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। তাদের দাবি, কেন্দ্রীয় এই দফতরে গুরুত্বপূর্ণ নথিপত্র থাকাতেই সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা শুনে নিন্দুকেরা বলছেন, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়।

First Published: Wednesday, February 26, 2014, 21:32


comments powered by Disqus