স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু, School student death

স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যুএক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঘাযতীনে। শনিবার রাতেই এলাকার রেললাইনের ধার থেকে উদ্ধার হয় দেহটি। রবিবারই দেহটি বাঘাযতীনের বাসিন্দা সঙ্গম দাসের বলে সনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। শনিবার রাতে বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়েছিল সঙ্গম দাস। সে প্রান্তপল্লী হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। কিন্তু ওষুধ কিনতে বেরিয়ে সঙ্গম আর বাড়ি ফেরেনি। রাতে বাঘাযতীন-যাদবপুরের মাঝে রেললাইনের ধারে রাজাপুর এলাকা থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে সঙ্গমের পরিবার। তাদের অভিযোগের আঙুল সঙ্গমের কয়েকজন বন্ধুর দিকে। 

First Published: Monday, November 7, 2011, 18:16


comments powered by Disqus