Last Updated: April 17, 2012 14:12

রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনায় এক বিজ্ঞানীর বাড়িতে হামলায় চালায় স্থানীয় একদল যুবক। অভিযোগ, ওই বিজ্ঞানী এবং তাঁর ৩০ বছরের কন্যাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সেই সঙ্গে কন্যার শ্লীলতাহানি করে, তাঁকে ধর্ষণেরও চেষ্টা হয় বলে অভিযোগ। মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার হয়ে, তাঁরা সাহায্যের জন্য স্থানীয় থানায় ফোন করেন। থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে এই ঘটনা ঘটলেও, পুলিস ঘটনাস্থলে পৌঁছোয় প্রায় ঘণ্টা দুয়েক পরে।
প্রথমে তারা অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি আক্রান্ত বিজ্ঞানী ও তাঁর কন্যার। পরে তাঁরা স্থানীয় থানায় গেলে, সেখানেও তাঁদের অভিযোগ লিপিবদ্ধ না করেই ফিরিয়ে দেওয়া হয়। শেষে আইনজীবীদের পরামর্শে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার পুলিস সুপারের কাছে গোটা বিষয়টি জানান আক্রান্ত বিজ্ঞানী এবং তাঁর নির্যাতিত কন্যা। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সকলেই স্থানীয় একটি ক্লাবের সদস্য বলে জানা গিয়েছে।
First Published: Tuesday, April 17, 2012, 14:58